বাক্‌ ১৫১ ।। নীলোৎপল গুপ্ত

 

সঙ্গম

 

অতল গহ্বরে নেমে ছুঁয়ে দিই জল

ওপরে তখনও হাওয়া, ঘূর্ণি প্রবল

 

হওয়ার ভেতরে অগ্নি, অগ্নিতে তাপ

কোনো কথা কথা নয়, কথারা প্রলাপ

 

অস্ফুট ধ্বনির খণ্ড চকিতে ছড়ায়

শরীরের কাছে আরও শরীর জড়ায়

 

এখন তো ভাষা নেই, ভাষাই শরীর

আদি ও অনন্ত কাব্য অর্থ সুগভীর

 

এ-সময় কাছেপিঠে নেই কোনো লোক

তুমিই লেখক আর তুমিই পাঠক।

 


No comments:

Post a Comment