বাক্‌ ১৫১ ।। উন্মে হাবীবা মায়া

 

দেখা না হলে

 

সাপের মন্ত্র গলায় নিয়ে 

ছোবল খাবার আগ মুহূর্তে

আমিও ডেকে যাই প্রেমিকের নাম 

বলি সোনার সংসার হোক তার

ফুলের অধিক ফুটফুটে ছেলে-মেয়ে

স্ত্রী অহংকারী হোক কিছুটা জেদি

 

বিষ ছড়িয়ে পড়া শরীরে 

অপেক্ষার চারাগাছ ফুটে বেরুলে

একেকটি গাছ থেকে জন্ম নেবে

অযুত কোটি নিযুত লক্ষ গাছ

শাখা-প্রশাখায় পাতায় পাতায় 

রব উঠবে- একবারও দেখা হলো না

একবার দেখা হতে পারতো

প্রেমে দেখা না হওয়া মৃত্যু সমান।।

 

 

অভাগা মানুষ 

 

সৌখিন মেঘের দেশে 

দুর্ভাগা মানুষ হয়ে এসো

হরিয়ালের ছোট্ট দলে

বিবাদহীন অধিপতি হয়ে

নতুন ধারার রাজনীতির 

গল্প শোনাতে এসো

 

কোনো কোনো সন্ধ্যায় 

শীতের আভাস মিলছে 

পাতলা কুয়াশায় 

একে ঠিক শীত বলে না

হেমন্তের আবহ সৃষ্টি করা

 

বীণাপাণি মুখ

দু'হাতের আঁজলায় তুলে 

বুকের ভিতর টেনে 

দম বন্ধ করে রাখা খেলা

খেলতে খেলতে

মেঘ জমে পাথুরে নদী 

নদী কেটে স্রোত খুন করা

 

অভাগা মানুষ তুমি 

সুদিন দেখে না তোমার 

ঘর ভাঙা খিড়কি

উচ্ছন্নে যাওয়া সংসারের

এখনো অর্ধেক  বাকি 

এখনো মেঘ চারু নকশায়

এঁকে রাখে তোমার 

চির দুখী একজোড়া পা।

 

 

 

মেষরাশি

 

সান্ধ্য আইন অমান্য করে

মেষরাশির জাতক

বেশি দূর যেতে পারে না 

 

কুপি জ্বলা আলোর নিচে 

অমল ময়রার মৌলিক জাদু

অনেককিছু পালটাতে পারে

গ্রামসুদ্ধ লোক তোমার স্বরে

কথা বলতে থাকবে সারাদিন 

ঘূর্ণাক্ষরেও টের পাবে না

দলিল দস্তাবেজ আপোষে 

তুলে দেবে রিফিউজিদের 

 

সান্ধ্য আইন উপেক্ষা করে 

পানশালা অভিমুখে ছুটছে 

মেষরাশির জাতক 

তার আর্থিক অস্বচ্ছলতা

মনে করিয়ে দাও 

ভাত নেই মনে করিয়ে দাও 

মাছের আঁশটে গন্ধ নেই 

ছত্রাক আক্রান্ত সব্জি নেই 

 

ধুপকাঠি চুপকাঠি একত্রে

হারিয়েছে হেমন্তের মাঠে

মেষরাশির জাতক 

ফিরে এলে নবান্নের দিন

না ফিরলে প্রতীক্ষার 

সমাবেশে প্রকাশ্যে ফাঁসি 

হবে তার মনে করিয়ে দাও।

 

 

 

লিলাবালি 

 

আশ্বিন ফুরিয়ে যাক 

কার্তিকের আকালে আমাদের 

ঘর হবে লাল টালির ছাদে 

ফিঙেরা সারা সকাল নেচে

ঘোষণা করবে আকাল

 

সোনার নাক ফুল বন্ধক রাখবো

বীজধান বেচে দেবো সব

ভোরে উঠে পুকুরের পোনামাছ

জেলের জালে তড়পাতে দেখলে

দুঃখ পাবো না শোক হবে না 

কার্তিকের দিন গুনবো দু'জন

আমাদের ঘর জুড়ে অভাব

নুন নেই চাল নেই 

তেল নেই একফোঁটা জ্বালানী 

অন্ধকারে বসে থাকি মুখোমুখি 

অন্ধকারে জড়াজড়ি শুই

কবে হবে ঘর অভাবের সংসার

সারাদিন না খেয়ে চুমুর তিয়াসে

পুড়ে যাবে দু'জনের ঠোঁট 

 

আশ্বিন ফুরিয়ে যাক 

আশ্বিন ফুরিয়ে যাক এবার 

আমাদের ঘরে হোক লাল টালির

লিলাবালি লিলাবালি গানে

ব্যস্ত হয়ে উঠুক পাড়ার মেয়েরা।

 


No comments:

Post a Comment