বাক্‌ ১৫১ ।। তৃণলতা কুরচি


 

বক্স জেলিফিশ

প্রায়শই সমুদ্রের গহীন হতে উঠে আসে
ইউটোপিয়ান এক বক্স জেলিফিশ
আরাধ্য তো প্রবঞ্চনা, অতলে যাবার আগে
কর্ষিকার কাঁটার আঁচড়ে
অদ্যাবধি করেছে আহতমৃতপ্রায়।

ধ্বংসাবশেষ। অচেতন।
জেঁকে বসে প্রজ্ঞা প্রগাঢ়
শ্বাসতন্ত্রের সুগভীরে
একটুকরো লালচে কয়লা পুতে দেয়ার

ধমনী এবং শিরা উপশিরায় বয়ে যাবে
নীলচে আগুন তার আর,
পুড়ে হবে খাঁক ছাতির এপাশ-ওপাশ!



নিস্তব্ধতাআঁধার

নিস্তব্ধতার কী ভীষণ ধার
আঁধারেরও আছে লেলিহান

নিস্তব্ধতা-আঁধার
মিলে-মিশে
ধারালো আগুন:
ফালিফালি করছে আকাশ
পুড়িয়ে দিচ্ছে বর্ষা-প্রপাত!


পেটুক কান্না

কান্না বড্ড পেটুক:
কান্নার বেজায় খুদা পায়
পাঁজরে রয়। চোখে বয়।

সমুদ্রপৃষ্ঠ শূন্য করে
সমস্ত নোনাপানি
দু'চোখে আশ্রয় নেয়

ধীরে-ধীরে অক্ষিপট প্লাবিত হয়;
ছোটো ছোটো ঢেউয়ে দোলায়
সমস্ত আমায় টুপ করে ডুবিয়ে
শব্দহীন গিলে খায়!

3 comments:

  1. দারুন সব কবিতা

    ReplyDelete
  2. অনন্য৷এক কথায় অসাধারণ সব কবিতা৷

    ReplyDelete
  3. ব্যতিক্রম, সুন্দর।

    ReplyDelete