বাক্‌ ১৫১ ।। অমিত চক্রবর্তী

 

দূর থেকে উঁকি মেরে বোঝেনি তার পৃথিবী

 

বিদ্রূপ এসে চেটেছিল তাকে একবার, রাগী আরশোলা জিভে,

পুরোনো কবিতা তাই পছন্দ হয় না আর, মৃত্যু এবং বেদনার

ব্যাপারে আমিই সেরা, আমিই বিশেষজ্ঞ অথবা উদ্গ্রীব

কঠিন, কঠিন কবিতা লিখবই, এই বলে সে নড়া শুরু করে,

এতক্ষণ স্থির ছিলে বুঝি, সারা দগ্ধ দিন কাটিয়েছ বিছানায়

মনমরা, এতক্ষণে কলমেরও জপতপ দীক্ষা নেওয়া

শেষ হয়ে গেছে, অশান্তি, অশান্তি আজ হানল অথবা

কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখেসহসাই বেগড়বাঁই

শুরু করে অস্তিত্ব কি অন্তরীণ অলংকার, লিখেছিল সে,

দূর থেকে উঁকি মেরে বোঝেনি তার পৃথিবী এবং নিস্পৃহ

বুকের বন্ধু, বোঝেনি কোনো শঙ্খচিল কবিতার বিশুদ্ধ উৎসব।

 

 

 

 

 একবার খুনসুটি দিয়ে ভরিয়েছিল ডালা

 

ফিয়েস্তার বুনো আঁচড়, হারিয়ে যায় হঠাৎই সে,

রেখে গেলাম তিনটে অপেশাদারী কবিতা,

ভাঙাচোরা সবগুলো, এডিটের মিথ্যে নেই শরীরে বা

কাটাকুটির ফোরপ্লে, ছুঁয়ন বা স্বাদন, কেউ হয়ত

একদিন খুঁজে পাবে তাদের প্রত্নতত্ত্ব, ভগ্নাবশেষ

খুঁড়ে ছোপানো লিপিক্ষত তখন তাদের মাপ হবে

একেবারে গোল্ডিলক পরিজ, না গালপোড়া গরম,

না ফ্যাকাশে ঠান্ডা চা।

                                    অথচ তার উদ্যোগের

অভাব ছিল না, শিল্পজগৎ ফ্যানফেয়ার থেকে

দূরে রাখে সে নিজেকে, চিরকালের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে

মৃদু হাসে, ছেড়ে দিতে হবে আমায়, ফেরত যাব যে

জাদুকর সঁইয়া, আর ছুঁতে পারবে না তুমি আমাকে,

ছোটবেলার সেই বাবুল, একবার কাছে এসেছিল,

একবার খুনসুটি দিয়ে ভরিয়েছিল তোমার ডালা

পাকা ফসলে, অচেনা ধানের শিষ, শস্যমঞ্জরী

ভালোবাসায়।  

 

 

ইলিপটিকাল কবিতা বোঝাই আজগুবি ভাষা

 

আমার উচিত ছিল কুয়োতলায় ফেরত যাওয়া আবার ভাঙা ইঁদারা

বাড়ির পেছন দিকে ওপরে সিমেন্টের ব্রিজ কপিকলে জল তোলা

হত একদিন ছোটবেলার নরম ঠান্ডা জল এখন তার শুকনো ভূমি

মরু বললেই হয় এখন শুকনো কুয়োয় ভাঙা ভাঙা তালগোল

পাকানো ছোটবেলা স্মৃতি আর আমাদের দুজনেরই মুক্তি নেই

তাই বোধহয় আমার উচিত ছিল স্বপ্নে পাওয়া শব্দ নিয়ে

কাগজের রকেট বানানো তুমি জেগে ওঠার আগেই লিখে রাখা

মোদের গরব মোদের আশা বাঁ দিক ঘেঁষে ভাই বাঁ দিক ঘেঁষে

সঙ্কোচ শব্দটা আসলেই স্বপ্নাদেশ নয় খানিকটা প্রয়োজন বোধ

খানিকটা নেটওয়ার্ক নিয়েই ওদের সুবিধা গড়ে ওঠে সু্যোগের

অপেক্ষায় তারা কী যে সব লিখছে বাবুল আজকাল

ইলিপটিকাল কবিতা বোঝাই আজগুবি ভাষা একবর্ণ বুঝি না

 


6 comments:

  1. খুব ভালো লাগলো। পরীক্ষা নিরীক্ষার জায়গাগুলো খুব অনায়াস

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ অরিত্র। ভালো লাগায় খুব খুশি

    ReplyDelete
  3. খুব সুন্দরর

    ReplyDelete
    Replies
    1. খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ জানাই

      Delete
  4. খুব সুন্দর -রঞ্জনা ভট্টাচার্য্য

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

      Delete